ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে গুজব প্রতিরোধে গণ সচেতনতামুলক সমাবেশ করেছে পুলিশ। বুধবার বেলা ২টায় কানাইঘাট বাজার পয়েন্টে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদের সভাপতিত্বে ও এসআই আবু কাওসারের পরিচালনায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, বাজার ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ নজির উদ্দিন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি রুমান আহমদ নোমান, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান,ছাত্রীল নেতা মামুন রশিদ রাজু, যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল প্রমুখ।
.
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সম্প্রতি গুজব রটনাকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন একটি কু-চক্রী মহল দেশকে অশান্ত করতে ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে। এসব গুজবে কান না দেওয়ার জন্য তারা সকলের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host