কানাইঘাটের লক্ষীপ্রসাদ ইউপি আওয়ামী লীগের সম্মেলন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

কানাইঘাটের লক্ষীপ্রসাদ ইউপি আওয়ামী লীগের সম্মেলন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠি ত হয়। সম্মেলনে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তুতামিয়া (বর্তমানে কারাবন্ধী) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলিম উদ্দিন মেম্বার। উৎসবমুখর পরিবেশে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কমপ্লেক্স হলে জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের উপস্থিতিতে সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান ও সদস্য সচিব প্রিন্সিপাল সিরাজুল ইসলাম।

.
পরোক্ষ ভোটে সভাপতি পদে কারাবন্ধী তুতামিয়া ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফখর উদ্দিন পেয়েছেন ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আলিম উদ্দিন মেম্বার পেয়েছেন ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কয়ছর মেম্বার পেয়েছেন ৭৯ ভোট।
এর আগে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামীলীগের সদস্য এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন প্রমূখ। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের পরোক্ষ ভোটে সভাপতি পদে তুতা মিয়া ও সাধারণ সম্পাদক পদে আলিম উদ্দিন মেম্বার নির্বাচিত হয়েছেন ।

সর্বশেষ ২৪ খবর