ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
তাহিরপুর সংবাদদাতা : তাহিরপুর উপজেলার ঘাগড়া ঘাট হতে লাউড়েরগড় পর্যন্ত যাদুকাটা নদীর দু’তীরে বালি পাথর ভর্তি কার্গো,স্টীলবডি ও দেশীয় নৌকা থেকে জোরপুর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। ইজারা বহির্ভুত চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ঘাগড়া ঘাটের ইজারাদার শেখ শফিক মিয়া। এ অভিযোগের কপি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপুার,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপ সহকারি কমিশনার ভুমি ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ বরাবরেও দেওয়া হয়েছে।
.
রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ঘাগড়া ঘাট হতে লাউড়েরগড় পর্যন্ত যাদুকাটা নদীর দু’তীরে বালি পাথর ভর্তি কার্গো,স্টীলবডি ও দেশীয় নৌকা উঠানামার ঘাটটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা সরকারকে রাজস্ব দিয়ে তাহিরপুর ইউএনও অফিস থেকে ১৪২৬ বাংলা সনের ত্রিশা চৈত্র পর্যন্ত লিজ বন্দোবস্ত গ্রহন করেন শেখ শফিক মিয়া। কিন্তু স্থানীয় সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্র বন্দোবস্ত নেয়া ঘাগড়া ঘাট থেকে শেখ শফিক মিয়াকে জোরপুর্বক উচ্ছেদ করে তারা নিজেরাই ইচ্ছেমত চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
.
অভিযোগ রয়েছে,স্থানীয় সোহালা গ্রামের আব্দুল হেকিম ও মুক্তার মিয়া,মোদেররগাঁও গ্রামের জালাল মিয়ার পুত্র মোর্শেদ মিয়া,ইছবপুর গ্রামের আব্দুল হাসিম,দানিছ মিয়া সহ কয়েকজন চাদাঁবাজকে সঙ্গে নিয়ে জোরপুর্বক ঘাগড়া ঘাটে চাঁদা আদায় শুরু করেছে। অভিযোগে উল্লেখ রয়েছে,প্রতিদিন ভোর ৬টা হতে রাত ৮টা পর্যন্ত ঘগড়া ঘাট দিয়ে যাওয়া বিভিন্ন বালি-পাথরবাহী প্রতি স্টীলবডি থেকে দাপটের সহিত ৩ হাজার করে চাঁদা আদায় করে যাচ্ছে। এ অবস্থায় ঘাটের ইজারাদার শেখ শফিক মিয়া জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিলে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র তাকে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত মোর্শেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার বিরুদ্ধে চাঁদাবাজি করার অভিযোগের বিষয়টি সত্য নয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন,১৪২৬ বাংলা সনে শেখ শফিক মিয়াকে ঘাটটি ইজারা দেওয়া হয়েছিল বলে অফিস নথি রয়েছে। এখন জোরপুর্বক ইজারা বহির্ভুত কেউ চাঁদা আদায় করলে তা খোঁজ নিয়ে দেখা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host