ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ইউকে বিএনপির অন্যতম উপদেষ্টা এবং সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়া এলাকার লন্ডন প্লাজার স্বত্বাধিকারী আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন।
সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়েরা সবাই যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা।
মরহুমের স্থায়ী ঠিকানা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিদর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় বসবাস করছিলেন।
আব্দুল লতিফ জেপি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, সমাজসেবক এবং সংগঠক। যুক্তরাজ্যে অবস্থানকালেও তিনি বাঙালি কমিউনিটির একজন সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসী বাঙালিদের নানা সমস্যার সমাধানে নিরলস কাজ করেছেন। সততা, নিষ্ঠা ও মানবসেবার জন্য তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।
তিনি দিরাই-শাল্লা ও সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় শত শত গরীব-দুঃখী মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী, কাপড়-চোপড়, কম্বল, নগদ টাকা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতেন।
প্রতি বছর তিনি লন্ডন থেকে একাধিকবার দেশে আসতেন মানুষের টানে। দেশপ্রেম আর মানবসেবার অনুভূতি তাকে বারবার টেনে আনত মাটি ও মানুষের কাছে। দেশে ফিরলেই সাধারণ মানুষ তাকে ঘিরে ধরত, তিনি সবার খোঁজখবর নিতেন, হাসিমুখে সেবা দিতেন।
আজ সেই মানবিক মানুষের বিদায়ে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা মরহুম আব্দুল লতিফ জেপিকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন-আমিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host