ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হিসেবে নিউজচেম্বার২৪ডট কমের সম্পাদক তাওহীদুল ইসলামকে মনোনীত করেছে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদ। রবিবার সন্ধ্যায় কার্যকরি পরিষদের সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। বক্তব্য রাখেন, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ মেহেদী কাবুল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, কার্যকরি পরিষদ সদস্য মাসুদ আহমদ রনি।
উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারকে ১৬ জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কার্যকরী পরিষদের সভায় তার বিরুদ্ধে আনিত প্রেসক্লাবের স্বার্থ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের অভিযোগ প্রমানিত হওয়ায় সর্বসম্মতি ক্রমে ক্লাবের সাধারণ সদস্য পদসহ সকল প্রকার পদ পদবী বাতিল করে বহিস্কার করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host