মেট্রোপলিটন চেম্বার অব কমাস্র্ এন্ড ইন্ডাস্ট্রি এর মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

মেট্রোপলিটন চেম্বার অব কমাস্র্  এন্ড ইন্ডাস্ট্রি এর মতবিনিময় সভা

ডেস্ক প্রতিবেদন : সিলেট মেট্রেপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই)আয়োজনে, আকবর চৌধুরী এন্ড কোং এবং জার্নিমেকারজবস এর সার্বিক সহযোগীতায় “ইনকাম ট্যাক্স ও ভ্যাট ম্যানেজম্যান্ট” এর উপর দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার এসএমসিসিআই এর কনফারেন্স হলে এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন।শফিউল আলম চৌধুরী বলেন,বিগত দুই বছর যাবত এসএমসিসিআিই সিলেটের ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও নতুন তরুন উদ্যোগতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। এর লক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকি।

.এরই ধারাবাহীকতায় ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাট ও ট্যাক্স নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা আশা করছি এই প্রশিক্ষণ গ্রহনের ফলে ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট ও ট্যাক্স নিয়ে যে জটিলতা কাজ করে তা কিছুটা হলেও উপকারে আসবে।প্রশিক্ষণ প্রদান করেন আকবর চৌধুরী এন্ড কোং এর মুখ্য পরামর্শক ও আই,এফ,এ(ইউ,কে)এর বাংলাদেশ প্রধান আলি আকবর চৌধুরী,এফসিপিএ,এমসিএমএ।প্রশিক্ষণার্থী হিসাবে উপস্থিত ছিলেন-সনজিব চন্দ্র রায়,এসিসটেন্ট ম্যানেজার,এসঅঅর ক্যাপিটাল,কায়ছার আহমদ,ম্যানেজার সাকের অটো ব্রিক্স,মাসুক আহমদ,ম্যানেজার,বলাকা আবাসিক প্রকল্প,আব্দুল কুদ্দুছ মুন্না সিকদার,সিনিয়র এক্সিকিউটিভ,ওয়েস্টার ফার্মাসিউটিক্যাল লিং,আব্দুল হালিম,একাউন্টস এক্সিকিউটিভ, বিষ্নু বল্লব দে,সিনিয়র একাউন্টে ও এডমিনিসট্রেটিভ অফিসার,মো:এমাদ উদ্দিন,ম্যানেজার,নিউ আল-ফালাহ সিন্ডিকেট লি:, মো: বদরুল ইসলাম, ফিন্যানসিয়াল এসোসিয়েট,মেট লাইফ, নিজাম উদ্দিন,জুনিয়র অফিসার,আর্ক রিয়েল এস্টেট প্রা: লি:,মো: খলিলুর রহমান, মার্কেটিং ম্যানেজার,আর্ক রিয়েল এস্টেট প্রা:লি:,কৌশিক দেব,একাউন্টস অফিসার, আর্ক রিয়েল এস্টে প্রা:লি:,আরিফুল ইসলাম শাজাদা,মার্কেটিং অফিসার, হলি আরবান প্রোপার্টিজ লি:, উজ্জল দে, ডাইরেক্টর বিজনেস ডেভোলাপম্যান্ট,পাপিয়া দাশ,ইন্টার্ণ: ব্রান্ড বিল্ডিং,মোহাম্মদ আজিজুর রহমান,ইনকাম ট্যাক্স কনসালট্যান্ট, নীনা আফজাল ইন্ডা:লি:।

সর্বশেষ ২৪ খবর