ঢাকা ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেটের কানাইঘাটে মামলার রায়ের প্রায় তিন মাস পর সাবেক ছাত্রদল নেতার
বাড়িতে পুলিশী তাল্লাশী ও পরিবারের লোকজনকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট থানার এসআই সোলেমানের নেতৃত্বে উপজেলার
বড়চতুল ইউনিয়নের ইন্দ্রকোনা গ্রামের আব্দুল খালিকের পুত্র শিহাব উদ্দিনের
বাড়িতে এ অভিযান চালানো হয়।
.
এদিকে এক যুক্তবিবৃতিতে সাবেক ছাত্রদল নেতা শিহাবের বাড়িতে পুলিশী তল্লাশী ও
হয়রানীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম,
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা
বিএনপি নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদ আহমদ
প্রমূখ।
.
জানা যায়, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শিহাব উদ্দিনের উপর
২০১৩ সালের একটি দলীয় মামলার রায় হয় প্রায় তিন মাস আগে। যার জিআর মামলা
নং ৫৩। তারিখ ২৮/২/২০১৩ ইংরেজী। পলাতক থাকায় তার উপর ওয়ারেন্ট ইস্যু করা হয়।
এরপর থেকে শিহাব উদ্দিন পলাতক রয়েছেন। বৃহস্পতিবার শিহাবের বাড়িতে পুলিশ
অভিযান চালায়। অভিযানকালে তাকে না পেয়ে পুলিশ ঘরের মালামাল তছনছ ও পরিবারের
লোকজনকে নাজেহাল করে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। প্রেস বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host