মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হিসাববিজ্ঞান দিবস উদযাপন

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ডেস্ক প্রতিবেদন :আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস (অ্যাকাউন্টিং ডে) উদযাপন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সোমবার দিনভর এমইউ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
আয়োজনের শুরুতে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে কেক কাটা হয়। পরে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের ক্যাম্পাসের সামনে আসে।

.
এসব অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা ও অন্যান্য শিক্ষবৃন্দ। এছাড়াও রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, পরিচালক (অর্থ) এনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শান্তি প্রসাদ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

.
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমইউ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্যবসা প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আলাউল হক। সহযোগিতায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন, সহসভাপতি তাহমিদা সানজিদ সূচনা, সদস্য শাকিল, আরিফ জয়, শেফালী সামী, রুমন, তামিম ও শাফিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর