জৈন্তাপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

জৈন্তাপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগ শারমিন সুলতানা।

.

জৈন্তাপুর উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সভাপতিত্বে লাগসই প্রযুক্তির বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ২ নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, এসময় নিজপাট ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া, চারিকাটা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ, সমাজসেবা অফিসার একে আজাদ ভুইঞাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সেমিনারে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অডিটোরিয়াম মাঠে দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। স্থানীয়ভাবে উদ্ভাবিত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রদর্শনীতে প্রায় ১৪টি স্টল স্থান পায়।

সর্বশেষ ২৪ খবর