ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আকস্মিক এই দুর্ঘটনার খবর জেনে আমি খুবই মর্মাহত হয়েছি। তিনি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ভবিষ্যতে যেন এ ধরনের ট্রেন দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host