ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ধান কাটা ও মাড়াই করার মেশিন “মিনি কম্বাইন হার্ভেস্টার” দিয়ে কৃষক শামীম আহমদ নবান্নের ধান কাটা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি’র ভাউরভাগ ৩ খন্ড গ্রামের আব্দুর রহিমের পুত্র কৃষক শামীম আহমদ তার নিজ বাড়ির পাশে আমন ধান কাটা শুরু করেছেন। অধুনিক প্রযুক্তির মাধ্যমে কুষি চাষাবাদে কৃষকদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস লিও ফারগুশন নানকা, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়ছল আহমদ, কবির আহমদ সহ বেশ কয়েকজন কৃষক সহ স্থানীয় লোকজন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষি চাষাবাদকে এগিয়ে নিতে এবং কৃষকদের উৎসাহ দিতে উপজেলা কৃষি অফিস থেকে শামীম আহমদ নামের ঐ ব্যাক্তি শতকরা ৩০ টাকা হারে এ মেশিনটি ক্রয় করেছিলেন। তবে বর্তমান মৌসুমে মিনি কম্বাইন হার্ভেস্টার এ মেশিনটি’র বাজার মুল্য ৭ লক্ষ টাকা বলে জানা যায়। তাই কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষককে অধুনিক প্রযুক্তিতে টানতে কৃষি অফিস শতকরা ৭০ টাকা ভুর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে এ মেশিনগুলো বিক্রি করছে। এব্যাপারে কৃষক শামীম আহমদ জানান বর্তমানে নবান্নের ধান কাটা শুরু হয়েছে। তার এ মেশিন দিয়ে ধান কাটানো জন্য ইতিমধ্যে এলাকার কৃষকরা অগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন ভালভাবে ধান কাটতে পারলে নিজেকে একজন লাভবান কৃষক মনে করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host