ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে সাত মন্দিরে চুরির মালামাল।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ভিমসী গ্রামে মদনমোহন আখড়ার পূর্ব পাশে একটি পুকুর থেকে ওই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ভূনবীর শাসন গ্রামের মৃত ধীরেন্দ্র দেবের ছেলে শংকর দেব, একই এলাকার মৃত সফিক মিয়ার ছেলে নোমান মিয়া (২৩) ও ভীমসি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কুদ্দুছ মিয়া (৩৫)।
এলাকাবাসী জানান, শ্রীমঙ্গল থানা পুলিশ উপজেলার ভিমসী গ্রামে মদনমোহন আখড়ার পূর্ব পাশে পুকুর থেকে দেবালয়ের চোরাইকৃত কাসা ও পিতলের সামগ্রী উদ্ধার করে পুলিশ। ভিমসী গ্রামের মদনমোহন আখড়ার সভাপতি দীনেশ লাল রায় বলেন, ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। এ ছাড়া হর-গৌরী আখড়া, মদনমোহন আখড়া, পালপাড়ার সার্বজনীন দুর্গামন্দির, ভিমসী মন্দির, মহাদেব মন্দিরে চুরির ঘটনায় এসব মালামাল উদ্ধার হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস সালেক বলেন, আটককৃতের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ভিমসী গ্রামের পুকুর থেকে দেবালয়ের চুরি যাওয়া বস্তাবন্দি কাসা ও পিতলের বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের ধরার চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে এটি চুরি নাকি উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে ওই গ্রামের ৭টি দেবালয় থেকে কাসা ও পিতলের মূর্তি, থালাবাসন ও দানবাক্সে রক্ষিত টাকা চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host