ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: নগরীর নয়াসড়কে মসজিদের মিনার ধসে পড়েছে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। আহতদের মীরবক্সটুলা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। সোমবার বেলা ১২টার দিকে নয়াসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াসড়র মসজিদের পুনর্নির্মাণ কাজ চলছিল। সোমবার সকালে সেখানে মিনারটি সরানোর কাজ করছিল সিটি কর্পোরেশনের একটি বুল ডোজার। কাজ চলা অবস্থায় হঠাৎ করে জনসাধারণের চলাচলের রাস্তার উপর মিনারটি ভেঙ্গে পড়ে। মিনারের সঙ্গে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও। এসময় এক মোটরসাইকেলের দুজন আরোহী আহত হন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ব্যপক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেয়। বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে যান। এরআগে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host