কামরান পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো তৌফিকের পরিবার

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

কামরান পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো তৌফিকের পরিবার

ডেস্ক প্রতিবেদন : আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তৌফিকের পরিবার। সিলেটে আওয়ামী লীগের সম্মেলনে ব্যানার লাগাতে গিয়ে বৈদ্যুতিক আগুণের শিকার হওয়া তৌফিক এখন নগরীর এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ওসমানীতে সাবেক মেয়রের পক্ষ থেকে তৌফিকের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান। এ সময় তিনি মেয়রের পক্ষ হতে তৌফিকের চিকিৎসা সহায়তা বাবত আর্থিক অনুদান তুলে দেন এবং তৌফিকের উন্নত চিকিৎসার জন্য নগরীর রাগীব রাবেয়া হাসপাতালে হস্তান্তরের বিষয়টি অবগত করেন তৌফিকের পরিবারকে।

এ সময় সাবেক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তৌফিকের মা বলেন, তিনি পাশে দাঁড়িয়ে যে সহযোগীতা করলেন, তা শোধ হবার নয়। আমার পরিবার এই জন্য জননন্দিত এই নেতার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আলী হোসেন আলম, দেলোয়ার হোসেন দিলাল, মহানগর শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা এহসানুল হক এহসান, বিজয় দেব।

সর্বশেষ ২৪ খবর