ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :
নগরবাসীকে সর্বোচ্চ সেবা প্রদান করতে সিলেটে ‘নগর এক্সপ্রেস’ নামে একটি গণ পরিবহন সেবা শিগগিরই চালু হচ্ছে। নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে যাত্রা শুরু করবে প্রত্যাশিত এ পরিবহনের।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর শাহজালাল উপশহরস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘নগর এক্সপ্রেস ড্রাইভার ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড্রাইভার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠানে মেয়র আরো বলেন, নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে নগর এক্সপ্রেস চালু হচ্ছে। তাই নগর এক্সপ্রেসের জন্য দক্ষ চালক প্রয়োজন। সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে অদক্ষ চালকদের বেপরোয়া গতিই হচ্ছে অন্যতম কারণ। তাই নগর এক্সপ্রেসের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রকৃত লাইসেন্সধারী চালকদেরই বাছাই করে নিয়োগ দেয়া হয়েছে।
মেয়র বলেন, নগর এক্সপ্রেসের প্রত্যেক ড্রাইভার ইনস্যুরেন্স অন্তর্ভুক্ত থাকবেন। তারা প্রত্যেকে দুই লাখ টাকা করে ইনস্যুরেন্স সুবিধা ভোগ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সিডিউলপ্রাপ্তি সাপেক্ষে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এ বাস সার্ভিসের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host