ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি :ওসমানীনগরে কুখ্যাত শহীদ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শহীদের দেওয়া তথ্যমতে বাড়ির পাশে পলিথিনে মোড়ানো এক রাউন্ডগুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার আব্দুস শহীদ ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের আব্দুল আজিজের ছেলে।
অভিযানে অংশ নেওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহীদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য থেকে তার কাছে রক্ষিত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, শহীদের বিরুদ্ধে ছয়টি ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host