ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার পাথর উত্তোলনের মেশিনারী যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে দিনব্যাপী কোয়ারীতে ইজারার শর্ত লংঘন করে বড় বড় গর্ত করে যান্ত্রিক বাহনের সাহায্যে পাথর উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদসহ একদল পুলিশের উপস্থিতিতে কোয়ারীর বড়গ্রাম এলাকা হতে মুলাগুল বাজার পর্যন্ত অভিযান চালান নির্বাহী কর্মকর্তা। তিনি পাথর উত্তোলনের প্রতিটি গর্তে অভিযান চালিয়ে ২৬টি শেলোমেশিন, ৭টি এক্সেভেটর, ৩টি ফেলোডার ও ১টি ট্রাক্টর নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের নির্দেশে পুড়িয়ে ও বিনষ্ট করে পুলিশ।
এদিকে কোয়ারীতে প্রশাসনের অভিযানের সংবাদ পেয়ে ব্যবসায়ীরা তাদের পাথর উত্তোলনের যান্ত্রিক বাহনগুলো সেখান থেকে সরিয়ে ফেলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান জানিয়েছেন, ইজারার শর্ত অমান্য করে পাথর উত্তোলনের দায়ে এ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার পাথর উত্তোলনের যান্ত্রিক চালিত যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। এভাবে যদি আর কেহ পাথর উত্তোলন করে তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লোভাছড়ার প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তবে কোয়ারীর ইজারাদার মোস্তাক আহমদ পলাশ জানিয়েছেন, তিনি কোয়ারী থেকে পাথর উত্তোলনের সাথে জড়িত সবাইকে ইজারার সকল নিয়ম-কানুন মেনে পাথর উত্তোলনের কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা ইজারার শর্ত লংঘন করে পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে আমাদের কোন ধরনের আপত্তি থাকবে না।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host