ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী বলেছেন, মাদরাসা শিক্ষা যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে। এর সাথে মাদরাসার স্বকীয়তা রক্ষায় আমাদের আন্তরিক হতে হবে। বিশেষত লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর হয়েছে। নতুন জনবল কাঠামো বাস্তবায়ন হচ্ছে। ইবতেদায়ী স্তরে উপবৃত্তি চালু ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শীঘ্রই এমপিওভুক্ত হতে যাচ্ছে। মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে জমিয়াতুল মোদার্রেছীন কাজ করে যাচ্ছে। এ সকল দাবি পূরণে মাদরাসার শিক্ষকদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সোমবার ৬.জানুয়ারি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, কেন্দ্রীয় সদস্য, মাথিউরা কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান, হযরত শাহজালাল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, ভাদেশ্বর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, তিলক চানপুর ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার চৌধুরী, বরায়া উত্তরভাগ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খান প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host