আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির বার্ষিক তাফসীর মাহফিল

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির বার্ষিক তাফসীর মাহফিল

ডেস্ক প্রতিবেদন : হযরত মাওলানা মোজাহিদুল ইসলাম ঢাকা বলেন, মহান আল্লাহপাক মানুষকে একমাত্র তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। শুধু নামাজ রোজা, হজ্ব ও যাকাত আদায় করার নাম ইবাদত নয়: বরং আল্লহ ও তার রাসূলের হুকুম অনুসারে যখন যা করা হবে তাই ইবাদত রুপে গণ্য হবে। ব্যবসা বাণিজ্য হচ্ছে হালাল উপার্জনের একটি অনন্য পন্থা। ব্যবসাকে হালাল ঘোষণা করেন।তিনি আরোও বলেন যারা আল্লাহর বিধান অনুসারে ব্যবসা করে তারা আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান। যারা আল্লাহর অন্যান্য বিধান পালন করতঃ সৎভাবে ব্যবসা করে তাদের ভূয়সী প্রশংসা করে মহান আল্লাহপাক ইরশাদ করেন ‘সেই সকল লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে যেই দিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে’। উক্ত আয়াতে সৎ ব্যবসায়ীর পরিচয় দেয়া হয়েছে- বলা হয়েছে সৎ ব্যবসায়ী আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় না, আল্লাহর বিধান পালনে সে সর্বদা তৎপর থাকে। তিনি গত ১৭ জানুয়ারী সিলেট নগরীর বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির উদ্যোগে ১ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুরো বলেন।
বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি মো: দিলোয়ার হোসেন জয় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেন মনিক ও মাষ্টার শহীদ আহমদ‘র যৌথ পরিচালনায়, বিশেষ অতিথি হিসাবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা আবু তয়্যিব সৎপুরী, হযরত মাওলানা সাঈদুল ইসরাম সুনামগঞ্জী, উক্ত তাফসীরুর মাহফিলে স্থানীয় উলামায়ে কেরাম তাফসীর পেশ করেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যোমে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়।

সর্বশেষ ২৪ খবর