ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
আব্দুল্লাহ তালুকদার, জেদ্দা প্রতিনিধি : প্রবাসীদের নিয়ে বৃহৎ সংগঠন (বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার) জেদ্দা সৌদিআরবের দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে নতুন কমিটির অভিষেক শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাসুম আহমদ এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলহাজ আরশ আলী গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এরশাদ আহমেদ ও যুগ্ম সম্পাদক জিতু আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল।প্রধান অতিথি তার বক্তব্যে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সংগঠন দেশের জন্য মানুষের জন্য কাজ করবে এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করবে এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সরকারের গৃহীত নানা উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র এসময় তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রাকে ধরে রেখে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্স্যুলেটর জেদ্দার প্রথম সচিব মুস্তাফা জামিল খান। অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল আমিন টিপু, বদরুল আলম সেলিম, গিয়াস উদ্দিন ভুঁইয়া, হুসেন আহমেদ, জসিম উদ্দিন ভূঁইয়া, ফখরুল ইসলাম মুন্সি, রুস্তম আলী ইসকান্দার, হুসাইন মোহাম্মদ নাহিদ, আনহার মিয়া, খসরুল ইসলাম, ইদ্রিস আলী সুমন,কামাল আহমদ, সামসুল ইসলাম, সাদ মিয়া, আল আমিন জয়নাল, মোস্তাক আহমেদ বাদশা, আব্দুল্লাহ তালুকদার শিপন আহমদ, সাইদ আহমেদ, আল আমীন ভুইয়া, আব্দুল আহাদ, প্রমুখ।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host