ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
প্রবাস ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আলহাজ্ব শফিউল আলম চৌধুরী নাদেল এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমানে সংযুক্ত আরব আমিরাত আগমণ উপলক্ষে দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে গণ-সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
শুক্রবার আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের আবির শহরের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন মইন ও আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, আমিরাত আওয়ামী লীগের আহবায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক হারুনূর রশীদ হারুন, সদস্য সচিব আলী আহসান ভূইয়া, আবির আওয়ামী লীগের সভাপতি হাজী আনিসুর রহমান, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী সেলিম উদ্দিন, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি এনামুল হক শিশু মিয়া, দুবাই আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজহার উল্লাহ মিয়া এবং আমিরাত আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রহমত আলী শোয়েব।
আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল, দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল হোসেন সিদ্দিকী, আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, খোরফাক্কান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের উপদেষ্টা বচন মিয়া তালুকদার, আজমান আওয়ামী লীগের উপদেষ্টা তারা মিয়া বকুল, আবির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবলু আহমদ, দুবাই ছাত্রলীগের সভাপতি আইনুল হক, সাবেক ছাত্রনেতা রুজেল তরফদার, আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উম্মা আল কুয়াইন যুবলীগের সভাপতি সেলিম বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, আবু জাফর সহ আরো অনেকে। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সারোয়ার তালুকদার। অনুষ্টানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host