শাবির লাইব্রেরিতে রয়েছে ৭৫ হাজার মুদ্রিত গ্রন্থ ও ৪৫ হাজার ই-বুক

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

শাবির লাইব্রেরিতে রয়েছে ৭৫ হাজার মুদ্রিত গ্রন্থ ও ৪৫ হাজার ই-বুক

শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের চারদিন ব্যাপী নবীনবরণ শুরু। রবিবার ৯ ফেব্রুয়ারি তারিখ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চারদিন ব্যাপী লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ছাত্র-ছাত্রীদেরকে লাইব্রেরির রিসোর্স অধিক হারে ব্যবহার করার আহ্বান জানান। লাইব্রেরির সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করারও আশ্বাস প্রদান করে বলেন , সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সর্বাধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এখানে ৪৫ হাজার ই-বুকের সাথে রয়েছে ৭৫ হাজার মুদ্রিত গ্রন্থ । বিশাল এ জ্ঞান ভান্ডার তোমাদের কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণ সাধন করতে হবে। পরে তিনি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রত্যেক বিভাগের জন্যে লাইব্রেরি ওরিয়েন্টেশনের ব্যবস্থা করার জন্য লাইব্রেরির সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান জনাব জিলুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী লাইব্রেরিয়ান জনাব কাওছার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও লাইব্রেরীর সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর