ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ডেস্ক প্রতিবেদন : তারতীলুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক কিরাআত সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে। ৯ ফেব্রুয়ারি রবিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এই আন্তর্জাতিক কিরাআত অনুষ্ঠিত হয়।
তারতীলুল কুরআন পরিষদ সিলেটের সহ-সভাপতি মুফতি মুজির উদ্দিন কাসেমী শিংপুরী’র পরিচালনায় দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক, জামেয়া তাওয়াক্কুলিয়া রেংগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান ও তারতীলুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরীর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইক্বরা বাংলাদেশের সভাপতি আন্তজাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমদ বিন ইউসুফ আল আজহারী, শায়খ আদিল আল বায মিশর, ক্বারী কারীম মানসুরী ইরান, কারী ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আব্দুল্লাহ মালেয়েশিয়া, কারী আবু আসাদ ভারত, কারী আব্দুল মতিন আছিরগঞ্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, তারতীলুল কুরআন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আবু মাদানী বুরহান।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, অর্থ সম্পাদক হাফিজ আব্দুল বাছিত, সহ-অর্থ সম্পাদক ক্বারী মো. ইসহাক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আবু মাদানী বুরহান, জমিয়তে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মাও. মাহমুদুল হাসান, জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর সভাপতি মাও. হাবীব আহমদ শিহাব, মাও. এমরান আহমদ, ড্রীম নিউজের সম্পাদক আব্দুর রহমান, কাতিব মিডিয়ার স্বত্ত্বাধিকারী মাও. এনাম বিন সিদ্দিক, সুফিয়ান বিন এনাম, মাও. নওফল আহমদ, হাফিজ এমাদ আহমদ রবি, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, ক্বারী শফিক আহমদ, ক্বারী ইয়াহইয়া আহমদ, ক্বারী শহিদুল ইসলাম, ক্বারী নুরুজ্জামান, ক্বারী মিসবাহ, সাহেল আহমদ, ময়নুল ইসলাম আল মামুন, রমিজ আহমদ, কাজী লুৎফুর রহমান, আখলাকুর রহমান, প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host