ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
ডেস্ক প্রতিবেদন : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো বিক্ষোভই আমরা আমলে নিচ্ছি না। মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতার অন্যতম সহযোগী প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন। তাছাড়া দিল্লির সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা চাইবো এর দ্রুত সমাধান হোক।
আজ রবিবার রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে এক সেমিনারে একথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের অবদান অস্বীকার করার উপায় নেই। মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রের প্রধান নরেন্দ্র মোদি আমাদের দেশে আগামী ১৭ মার্চ আসবেন। ওইদিন সকালে তিনি দেশে পৌঁছাবেন।
তিনি আরো বলেন, সম্প্রতি ভারতের দিল্লিতে সহিংসতা হচ্ছে। কেউ চায় না এটা হোক, আমরা সহিংসতার বিপক্ষে। তবে দিল্লির সহিংসতা একান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা চাইবো যত দ্রুত সম্ভব এটার সমাধান আসুক।
সেমিনারে আরো বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর ভারপ্রাপ্ত ডিজি কর্নেল শেখ মাসুদ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, হোসাইন জামিল প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host