ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: বাংলাদেশসহ সাতটি দেশের ফ্লাইট স্থগিত করেছে কুয়েত। গতকাল শুক্রবার দেশটির বেসামরিক উড়োজাহাজ পরিবহন পরিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৬ মার্চ থেকে মিশর, লেবানন, সিরিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কায় এক সপ্তাহ সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। এসময় কুয়েত থেকে কোনো ফ্লাইট এসব দেশে যাবে না এবং কোনো ফ্লাইট এসব দেশ থেকে কুয়েতেও প্রবেশ করবে না।
পাশাপাশি এ সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন এমন কাউকে দেশে প্রবেশ করতে না দেয়ারও ঘোষণা দিয়েছে কুয়েত। অবশ্য নিজ দেশের নাগরিকদের প্রবেশ কোনো বাধা থাকছে না। তবে দেশে ফিরে তাদের অবশ্যই কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
কুয়েতের বেসামরিক উড়োজাহাজ চলাচল পরিদপ্তরের টুইটার অ্যাকাউন্টেও এ বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়েছে।
সূত্র: আরব নিউজ, রয়টার্স
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host