১২মার্চ থেকে এমসি কলেজে বিভাগীয় বিতর্ক উৎসব শুরু

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

১২মার্চ থেকে এমসি কলেজে বিভাগীয় বিতর্ক উৎসব শুরু

এমসি কলেজ প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার (১২মার্চ) থেকে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে ‘বিভাগীয় বিতর্ক উৎসব-২০২০’ শুরু হতে যাচ্ছে।
আয়োজক সংগঠক মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে দুইদিন ব্যাপী এই উৎসব চলবে। বৃহস্পতিবার সকাল নয়টায় বিতর্ক উৎসবের উদ্বোধন করবেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায় ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী। উদ্বোধনের পর সকাল সাড়ে নয়টায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।
মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নুজহাত ইসলাম বলেন, ‘আমাদের বিতর্ক উৎসবে কর্মশালা পরিচালনা করবেন দেশসেরা বিতার্কিকবৃন্দ এবং বিতর্কে অংশগ্রহণ করবেন সিলেট বিভাগের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর