ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
ডেস্ক প্রতিবেদন : প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার টেংরা’র তরুণ যুবকদের নিয়ে এলাকার সামগ্রীক উন্নয়ন সাধনের লক্ষ্যে ‘টেংরা ডেভেলপমেন্ট সোসাইটি’র নতুন কমিটি গঠন উপলক্ষে গত ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আজাদ মিয়ার সভাপতিত্বে ও আলী হোসেন মোল্লার সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ধারাভাষ্যকার আশরাফুল আলম আসক মিয়াকে সভাপতি, আজাদ মিয়াকে সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা আলী হোসেন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের পরামর্শক্রমে গ্রামের ৩১জন মুরব্বীকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় বক্তারা গ্রামের সার্বিক উন্নয়ন সাধনের লক্ষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host