ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
নিজস্ব প্রতিবেদন : রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারী চক্রের আক্রমণে গত ২৯ ফেব্রুয়ারি ভোরে রিকশা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সিলেটের নারী তারিনা বেগম লিপা। ওই ঘটনায় জড়িত ছিনতাইকারী মনা রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
.
এ ব্যাপারে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম বলেন, খবর পেয়ে খিলগাঁও নাগদারপাড় ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
.
এদিকে ডিবি পুলিশ জানিয়েছে রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইয়ের সময় নারী হত্যার ঘটনায় জড়িত চারজনকে শনিবার (১৪ মার্চ) গ্রেপ্তার করা সম্ভব হলেও, পলাতক ছিলেন মনা। মনার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।
.
ডিবি পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তারা অভিযান চালায়। অভিযানের সময় ছিনতাইকারী দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ওই ছিনতাইকারী মনার মৃত্যু হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host