ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: করোনাভাইরাসের আতঙ্কে থমকে আছে গোটা পৃথিবী। বাংলাদেশেও এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন মরণঘাতী এ ভাইরাসে। মারা গেছেন দুজন। এ সময় ভাড়াটিয়ার বাড়িভাড়া মওকুফ করে অভিনব দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকার এক বাড়িওয়ালা। সবকিছু স্থগিত হওয়ার কথা বিবেচনা করে রাজধানীর জুরাইনের ভবন মালিক শেখ শিউলি হাবিব তার ব্যক্তিগত ফেসবুকে এমন উদ্যোগের কথা জানিয়ে স্ট্যাটাস দেন।
.
শিউলি হাবিব লেখেন, ‘করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে দেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার বাসার সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি বলব, বাংলাদেশের সব বাড়িওয়ালার এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশের সব নাগরিককে ঘরে বসে থেকে করোনা মোকাবিলায় সহযোগিতা করুন। আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’
.
শিউলি হাবিবের পোস্টে তার স্বামী খুব চমৎকার এক কমেন্ট করেন। যা ফেসবুক ব্যবহারকারীদের নজরে পড়েছে। তারা শিউলির স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার স্বামী হাবিবুর রহমান হাবিব কমেন্ট করে বলেন, ‘ধন্যবাদ তোমাকে। আমার সহধর্মিনী হিসেবে যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, তুমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, ক্ষুদ্র রাজনীতিবিদের স্ত্রী হিসেবে স্যালুট তোমাকে। শেখ শিউলি হাবিব মানুষ সারাজীবন মনে রাখবে তোমাকে।’
বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই বাড়িওয়ালা ও তার স্বামীকে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই শিউলি হাবিবের পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে অন্য বাড়িওয়ালাদের এ ব্যাপারে উদ্যেগী হওয়ার আহ্বান জানাচ্ছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host