ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে জমে উঠেছে সুপারির হাট। উপজেলার প্রায় প্রতিটি বাজারে শোভা পাচ্ছে পাকা সুপারির চোখজুড়ানো স্তুপ। ‘বাঁশ-মাছ-সুপারি-জকিগঞ্জের বেটাগিরি, মাছ-সুপারি-ধান-জকিগঞ্জের প্রাণ’ লোকমুখে প্রচলিত এসব শ্লোক প্রমাণ করে জকিগঞ্জ সুপারির জন্য বিখ্যাত। ২৬৭বর্গ কিলোমিটারের সীমান্তবর্তী এ উপজেলার অর্থনীতিতে ধানের পরই প্রভাব ফেলে সুপারি।
প্রত্যেক অক্টোবর-নভেম্বরে রীতিমত সুপারি উৎসবের আমেজ বয় এ উপজেলায়। হাট-বাজারের বড় অংশ দখলে থাকে সুপারি বিক্রেতাদের। হাসির রেখা ফুঁটে ওঠে ঘরে-ঘরে।
এখন সুপারির ভরা মৌসুম। গতবছরের তুলনায় এবছর জকিগঞ্জে সুপারির ফলন তেমন ভালো হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা, ফলে দামও একটু বেশি।
ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, সুপারির হাটে দাম উঠা-নাম করে। এখনই সুপারি না কিনে দাম কমার আশায় প্রহর গুণছেন তারা। স্থানীয় ভাষায় সুপারিকে বলা হয় ‘গুয়া’। ১১টি সুপারি একত্রে এক ‘ঘা’ এবং ৪০ ‘ঘা’ তে হয় এক ‘ভি’।
জকিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সুপারির প্রতি ভি ১৮০০-২৫০০টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যেটি অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ চেয়েও বেশি।
জকিগঞ্জ বাজারের সুপারি ব্যবসায়ী জাকির হোসেন জানান সুপারি দাম এবারের পূর্বের যেকোনো সময়ের চাইতে বেশি।
কালিগঞ্জ বাজারের সুপারি বিক্রেতা আব্দুল হক জানান, এবছর প্রাকৃতিক কারণেই সুপারির ফলন অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে৷ তবে সুলতানপুরের বাসিন্দা আব্দুল হামিদের মতে মোবাইল টাওয়ার দিন দিন সুপারির উৎপাদনে প্রভাব ফেলছে। কারন, মোবাইল টাওয়ার থেকে নির্গত ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন (ইএমআর) গঠিত ইলেক্ট্রো স্মোগ সুপারির উৎপাদন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে।
সিলেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় জকিগঞ্জের সুপারির বেশ চাহিদা রয়েছে। তবে পূর্বেকার তুলনায় জকিগঞ্জে সুপারির দুষ্কাল লক্ষ্যণীয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলছেন, ‘এখানকার মাটি অন্যান্য জায়গার তুলনায় অধিক উপযোগিতার ফলে এ অঞ্চলের সুপারির জুড়ি নেই। তবে উৎপাদনের ক্ষেত্রে আরো সচেতনতা তৈরি করা গেলে আশানুরুপ ফলন পাওয়া সম্ভব।’
জকিগঞ্জের ঐতিহ্যের সাথে মিশে যাওয়া সুপারির ভবিষ্যৎ আরো উজ্জ্বল করে তুলতে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন। উচ্চফলনশীল জাত নির্বাচনে যেমন মনোযোগী হতে হবে, তেমনি পরিচর্যা আর প্রযুক্তির ব্যবহার দিয়ে নিশ্চিত করতে হবে সর্বোচ্চ উৎপাদন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host