দেশে করোনায় আরও ৮ মৃত্যু

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

দেশে করোনায় আরও ৮ মৃত্যু

বিজয়ের কণ্ঠ ডেস্ক
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৪১৬ জন রোগী শনাক্ত হয়েছে।

 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্তের পর সোমবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৮৫ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৬ হাজার৮০১ জনে।

 

গত একদিনে আরও ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর