ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সিলেটে পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল’ ডে। সোমবার দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় রিকাবীবাজারস্থ পুলিশ লাইনের স্মৃতি শ্রদ্ধা নিবেদন করেন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা।
পরে শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তানে নিহত পুলিশ সদস্যদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের জন্য বাংলাদেশ পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরই ধারাবাহিকতায় সিলেটের যে সকল গর্বিত পুলিশ কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের সমন্বিত উদ্যোগে সোমবার এই ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও নিহত পুলিশ সদস্যদের শহিদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে দুপুর ১২টায় শহিদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম ও অ্যাডিশনাল ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদ পিপিএম। এছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের প্রতিনিধিসহ সর্বস্তরের পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাহমুদ উস-সামাদ চৌধুরী নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করেন। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে নিহত পুলিশ সদস্যদের স্মরণ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। যেকোনো জাতীয় দুর্যোগে পুলিশবাহিনীর সদস্যগণের চরম ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত হয়। কর্তব্যপালন করতে গিয়ে প্রতিবছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে থাকেন। দায়িত্বপালনকালে তারা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন, তা গোটা পুলিশবাহিনীকে গৌরবান্বিত করে।
সারা বাংলাদেশে নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host