বীজ ধানের মূল্যবৃদ্ধির দাবিতে চাষীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

বীজ ধানের মূল্যবৃদ্ধির দাবিতে চাষীদের মানববন্ধন ও বিক্ষোভ

বীজ ধানের নেয্য মূল্যের দাবিতে বাংলাদেশ কৃষি উন্নায়ন করপোরেশন কার্যালয় সিলেট বীজ ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএডিসি চুক্তিবদ্ধ চাষীবৃন্দ।

 

মঙ্গল দুপুরে নগরের হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন কদমতলীস্থ বাংলাদেশ কৃষি উন্নায়ন করপোরেশন বিএডিসি কার্যালয় সিলেট বীজ ভবনের সামনে চলতি ২০২০-২১ আমন মৌসুমের বীজের মূল্য বৃদ্ধির দাবিতে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধন পরবর্তী বিক্ষোভকালে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার, শ্রীমঙ্গল,কমলগঞ্জ, রাজনগর এলাকার বিএডিসি চুক্তিবদ্ধ চাষীরা বীজের বর্তমান মূল্য ৩৮ টাকা থেকে বৃদ্ধি করে সর্বনিম্ন ৫০টাকা কেজি দরে বিক্রয় মূল্য নির্ধারণের দাবি জানান।

 

এসময় কৃষকদের দাবির পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, রকিব চৌধুরী, আলমগীর হোসেন, ফজলু মিয়া, বাবর জায়গীরদার, নাজিম উদ্দিন, আজমল হোসেন, মো. শাহজাহান, জামাল মিয়া, আব্দুল মুকিত, ইব্রাহিম আলী, জসিম উদ্দিন, আব্দুর রহমান, মবশি^র আলী, ইজ্জত আলী প্রমুখ। মানববন্ধনে মৌলভী বাজার বিএডিসি ইউনিট ও বিভিন্ন উপজেলার চুক্তিবদ্ধ শতাধিক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর