১ বছরে ৬২২০ ধর্ষণ মামলা মনিটরিং করতে কমিটি গঠন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

১ বছরে ৬২২০ ধর্ষণ মামলা মনিটরিং করতে কমিটি গঠন

বিজয়ের কণ্ঠ ডেস্ক
২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত সারা দেশের থানাগুলোতে ৬২২০টি মামলা দায়ের করা হয়েছে। আর গত ৫ বছরে সারা দেশের থানাগুলোতে ২৬ হাজার ৬শ ৯৫টি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ধর্ষণ সংক্রান্ত মামলা আইনে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিরতিহীনভাবে নিষ্পত্তি হচ্ছে কি না তা মনিটরিং করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের নেতৃত্বে তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ধর্ষণের মামলার তথ্য পুলিশ সদর দপ্তর থেকে এবং মনিটরিং কমিটি গঠনের তথ্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বুধবার হাইকোর্টকে জানানো হয়েছে।

 

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে বুধবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এ অবস্থায় রাষ্ট্রপক্ষের সময় আবেদনে হাইকোর্ট আগামী ২৩ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন।

 

ধর্ষণের মামলায় সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষনার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে হাইকোর্ট গতবছর ২১ অক্টোবর এক আদেশে ধর্ষণের ঘটনায় গত ৫ বছরে সারা দেশে থানা বা আদালতে কতগুলো মামলা দাখিল হয়েছে তার তথ্য জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া ধর্ষণ সংক্রান্ত মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি, বিচার শুরুর পর থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটানা বিচার কার্যক্রম অব্যাহত রাখতে হাইকোর্টের দেওয়া আগের নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্টদের চারমাসের মধ্যে এ রিপোর্ট দিতে বলা হয়। অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করা হয়। রুলে ধর্ষণের ঘটনায় অর্থের বিনিময়ে সালিশের মীমাংসার উদ্যোগ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের(আসক) করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়।

 

এ অবস্থায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল করিম স্বাক্ষরে পুলিশ সদর দপ্তরের স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট শাখা থেকে ধর্ষণ মামলার পরিসংখ্যান পাঠানো হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ৪৩৩১টি, ২০১৭ সালে ৪৬৮৩টি, ২০১৮ সালে ৪৬৯৫টি, ২০১৯ সালে ৬৭৬৬টি এবং ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬২২০টি মামলা দায়ের করা হয়েছে।

 

এছাড়া সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছে, ধর্ষণের মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা মনিটরিং করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম বা তার প্রতিনিধি(অতিরিক্ত সচিব পদমর্যাদার নীচে নয়) এবং আইন মন্ত্রণালয়ের সচিব বা তার প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদ-মর্যাদার নীচে নয়)।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর