ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
বানিয়াচংয়ে একাধিক চুরি ও ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেনের নির্দেশনায় এসআই (নি.) মহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জুয়েল মিয়াকে (৩১) বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার নন্দিপাড়া গ্রামের মনু মিয়ার পুত্র।
অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এসআই (নি.) আব্দুস ছত্তার সংঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক ২ আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- বড়ইউরি গ্রামের মৃত জাহেদ মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া (৩১) ও সফিক মিয়ার পুত্র টিপু মিয়া (২৭)।
একই সময় এসআই (নি.) শাহ আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১১ নং মক্রমপুর ইউপির অন্তর্গত কেন্দ্রয়াবহ গ্রামের শ্রী শ্রী গোপাল জিউর আখড়ার মন্দিরে চুরির ঘটনায় জড়িত পলাতক আরও ২ আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- টালিয়া গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে মো. জহির খাঁন (৩৬) ও মৃত জহুর আলী এর পুত্র আসমত আলী (৪৯)।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন জানান, চুরি-ডাকাতি, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা-হাঙ্গামা রোধে সর্বক্ষণ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু আছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host