ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) প্রধান সমন্বয়কসহ সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সিটিটিসি।
এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ১টি গাড়ি, ৫টি মোবাইল, ১টি মাইক্রোফোন, ১টি চাপাতি, ২টি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং লোহার বল, ১টি স্কচটেপ, ৫ লিটার অ্যাসিড, ৩টি আইডি কার্ড ও উগ্রবাদী বার্তার বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন- মো. মাইনুল ইসলাম (৪২), শেখ সোহান সাদ (২৫) ও মুরাদ হোসেন কবির (৪৩)। তিনজনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এর মধ্যে মাইনুল হুজির প্রধান অপারেশন সমন্বয়ক হিসেবে কাজ করতেন বলে জানায় সিটিটিসি। তার বাড়ি ঝালকাঠি। ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল মাইনুলের। অন্য দু’জন হুজির সক্রিয় সদস্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host