দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

 

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর আবাসিক এলাকার কয়েছ আহমদের বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে কয়েছ আহমদ ওরফে লেংড়া কয়েছ (৫০) ও একই গ্রামের উজ্জল মিয়ার ছেলে পলাশ মিয়া (২৩)। এ সময় কয়েছ আহমদের কাছ থেকে ১৫০ পিস এবং পলাশ মিয়ার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর