ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৭ই মার্চ, ১৭ই মার্চ ও ২৬ মার্চ যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় শুক্রবার নগরের সিটি সেন্টারে অস্থায়ী কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৭ই মার্চ ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনীতে জেলা শিল্পকলা একাডেমি সিলেট ও বাংলাদেশ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৭ই মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ৭ই মার্চ জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় উদ্বোধন করা হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিতে এটি এম তুরাব ও পল্লব ভট্রাচার্যকে সদস্য এবং মো. আজমল হোসেন ও মো. আব্দুল খালিককে সহযোগি সদস্য হিসেবে ঘোষণা করা হয়। সভা শেষে অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ ও সাবেক সভাপতি ইকবাল মনসুরের রুহের মাগফেরাত কামনায় মোনাজত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- কমিটির সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন , ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবু বকর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, কার্যকরী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, আনিস মাহমুদ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host