ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের ২টি রেস্টুরেন্ট ও ৩টি ফাস্টফুডের দোকানকে বিভিন্ন অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত ওই ৫ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানকালে নগরের বন্দরবাজারস্থ দিলশান রেস্টুরেন্টকে ৩ হাজার, সুমাইয়া ফাস্ট ফুডকে ২ হাজার, নিউ উত্তরা রেস্টুরেন্টকে ৫ হাজার, মা ফাস্ট ফুডকে ২ হাজার ও সুরমা বীজ ভান্ডারকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও আফসান আল আলম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটে সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host