ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের নীচ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এসময় সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মূল বাড়ি কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামে হলেও বর্তমানে জালালাবাদ থানার বড়গুল এলাকায় বসবাস করছে।
শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের সিড়ির নীচে মোটরসাইকেল রেখে কাজে চলে যান বিল্পব তালুকদার। তিনি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে কর্মরত। বিকেলে কর্মক্ষেত্র থেকে ফিরে দেখেন যথাস্থানে নেই। এ ঘটনায় বিপ্লব কোতোয়ালী থামায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। এস আই আতিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সিসি টিভি ফুটেজ দেখে সহজেই চোর শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host