ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের প্রখ্যাত শিশু সার্জন ও সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম খান আর নেই। শুক্রবার সকালে নগরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি দীর্ঘ প্রায় ১ বছর ধরে ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে নগরের হাওয়াপাড়াস্থ আর্ক টাওয়ারে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার পাইকশাইড় গ্রামে।
শুক্রবার বাদ জুমআ’ হাওয়াপাড়া জামে মসজিদে প্রথম জানাযা শেষে মরহুমের মরদেহ কুমিল্লার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব দ্বিতীয় জানাযা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host