ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ফলপাকড় এলাকার মৃত আবদুস ছত্তার শেখের ছেলে মো. আলমাছ মিয়া (৪৪), সিলেটের দক্ষিণ সুরমা থানার পুরান তেতলী এলাকার মৃত ছিদ্দেক আলীর ছেলে মো. ফয়সল আহমদ ওরফে কায়ছার আহমদ (৩৩), দক্ষিণ সুরমা থানার লামা হাজরাই এলাকার মো. নূর উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন (২৭) ও দক্ষিণ সুরমা থানার নিয়ামতপুর এলাকার আলী উদ্দিনের ছেলে বখতিয়ান আহমদ ইমরান।
মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলার এই ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ শনিবার আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host