ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুকে কুপিয়ে হত্যা মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে। আদালত আগামী ২৫ মার্চ অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ ছিল। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ ছিল।
এর আগে গত ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের তারিখে রুবেল আহমদ নামের এক আসামি অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় তাঁকে আদালতে হাজির না করায় ওই তারিখেও অভিযোগ গঠন পিছিয়েছিল।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী বলেন, সোমবার এই মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল। এর মধ্যে এক আসামি অসুস্থ থাকার বিষয়ে কারা কর্তৃপক্ষ জানানোয় অভিযোগ গঠন পিছিয়েছে।
বাদীপক্ষের আইনজীবী গোলজার হোসেন খোকন বলেন, আগামী তারিখে যদি এ রকম অসুস্থ থাকা বা অন্য কোনো কারণ দেখানো হয়, তখন এ বিষয়ে লিখিতভাবে আদালতকে অবহিত করে প্রতিকার চাওয়া হবে। পাশাপাশি কারা কর্তৃপক্ষের কাছেও লিখিতভাবে জানতে চাওয়া হবে।
তিনি আরও বলেন, ‘অভিযোগ গঠনের দিন হাজতি আসামিদের আদালতে হাজির রাখার বাধ্যবাধকতা আছে। রাষ্ট্রপক্ষ আসামিদের হাজির থাকার বিষয়টি নিশ্চিত করে। আসামিদের আদালতে হাজির না হওয়ায় এই নিয়ে তিনবার অভিযোগ গঠন পেছানোয় এবং দুবার একজন আসামি অসুস্থ থাকার বিষয়টি সন্দেহজনক। আসামিরা সবাই ইয়ং ও এনার্জিটিক। এঁরা যদি বয়স্ক হতেন, তাহলে না হয় একাধিকবার অসুস্থ থাকার বিষয়টি মানা যেত। কিন্তু আমরা এখন সন্দেহ করছি।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ আগস্ট রাতে রাজু তার মোটরসাইকেলে করে জাকির হোসেন উজ্জ্বল ও সালাউদ্দিন লিটনকে নিয়ে বাসার যচ্ছিলেন। যাওয়ার সময় কুমারপাড়ার মেইন রোডে রাইয়ান ফার্মেসির সামনে পৌঁছামাত্র রাজুর মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালানো হয়। এসময় গুলিতে জাকির হোসেন উজ্জ্বল আহত হয়। এসময় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে তারা রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজুর চাচা দবির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এরপর ২০১৯ সালের ২৮ মে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিবসহ ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক অনুপ চৌধুরী। তদন্ত কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে আলোচিত এই হত্যা মামলা থেকে শাহিন আহমদ ও কায়েছ আহমদ নামে দুজনকে অব্যাহতি দেওয়া হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host