ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি
‘করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এডাব, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়োশন (আরডিএসএ) এর উদ্দ্যোগে আন্তজার্তিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মল্লিকপুরস্থ কার্য্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসে-২০২১ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্মল ভট্টাচার্য্য, নির্বাহী পরিচালক, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা (সুজন) ও সভাপতি, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। আলোচনা সভায় উপস্থাপনা ও সঞ্চালনা করেন মো. মিজানুল হক সরকার, নির্বাহী পরিচালক, রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডিএসএ) ও সাধারণ সম্পাদক, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও করোনা কালে নারী নেতৃত্ব নিয়ে আলোচনাসহ কী নোট পেপার উপস্থাপনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক, পল্লী এডভান্সমেন্ট ডিজেস্টার ম্যানেজম্যান্ট অ্যাসোসিয়েশন (পদ্মা), ও সহ-সভাপতি, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। মোছা. শিল্পী বেগম, নির্বাহী পরিচালক, অনির্বান যুব মহিলা সংস্থা ও নির্বাহী সদস্য, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। জোৎস্না আক্তার, নির্বাহী পরিচালক, চলন্তিকা ডেভোলাপমেন্ট সোস্যাইটি (সিডিএস) ও নির্বাহী সদস্য, এডাব সুনামগঞ্জ জেলা শাখা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তৃষ্ণা আক্তার রুশনা, লিজা ইসলাম, মোছা. কুহিনুর বেগম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host