কুলাউড়ায় ৯৭পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

কুলাউড়ায় ৯৭পিস ইয়াবাসহ আটক ১

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। মঙ্গলবার তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত আবু বক্কর কৌলারশি এলাকার মৃত আতাউর রহমান ওরফে মনছর মোল্লার ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই শাহিন হোসেন ও এসআই মাসুদ আলম ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নে এক অভিযান পরিচালনা করে কৌলারশি এলাকা থেকে ৯৭ পিছ ইয়াবাসহ আবু বক্করকে আটক করা হয়।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আটককৃত বক্কর এর আগেও কয়েকবার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর