ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েরছে। রোববার দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিতব্য নতুন এ প্রশাসনিক ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- এলজিইডি’র মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভ‚ষণ রায়, উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, নির্মাণ কাজ বাস্তবায়নের ঠিকাদার জাফর আহমদ গিলমান, আবাসিক মেডিকেল অফিসার মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, খালেদ পারভেজ বখ্শ, এমপি’র প্রতিনিধি হোসেন মনসুরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
উপজেলা এলজিইডি’র অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কমপ্লেক্স স¤প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৭ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকার ব্যয়ের কাজটি সম্পাদনের দায়িত্ব পান মেসার্স জাফর আহমদ গিলমান নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান। কাজের সম্পাদনের শেষ তারিখ ২০২৩ সাল পর্যন্ত।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host