নতুন ও বর্ণিল সাজে সজ্জিত সিলেটের ৩ টোল প্লাজা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

নতুন ও বর্ণিল সাজে সজ্জিত সিলেটের ৩ টোল প্লাজা

বিশেষ সংবাদদাতা
সিলেটস্থ হাইওয়ে ব্রিজ ও টোল প্লাজাগুলোকে নতুন সাজে সজ্জিত ও বর্ণিল করে তোলা হয়েছে। শ্রীবৃদ্ধি করে আকর্ষণীয় করে তোলা হয়েছে এগুলোর দৃশ্যমান পরিবেশ। এগুলো সিলেটের শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও হযরত শাহ পরাণ (র.) ব্রীজসহ টোল প্লাজাগুলো। এর আগে টোল প্লাজাগুলো ছিল একেবারে জরাজীর্ণ। ছিলনা পর্যাপ্ত লাইটিং ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জেনারেটর ব্যবস্থা। অপরিচ্ছন্ন, ভঙ্গুর ও ভুতুড়ে পরিবেশে আদায় করা হতো টোল। গত বছরের ১অক্টোবর ‘এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লি. ব্রিজ তিনটির টোল আদায়ের দ্বায়িত্ব বুঝে নেয়। এর পর থেকে টোল প্লাজাগুলোর সাজসজ্জা ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করে।

 

এগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো, দক্ষ ও অভিজ্ঞ জনবল দ্বারা টোল পরিচালনা, নতুন জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, টোলপ্লাজাসহ অফিস বিল্ডিং রং করা, টোল প্লাজার চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রেখে মনোরম ও মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি।

 

এদিকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষির্কী ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১০ দিনব্যাপি টোলপ্লাজা ও অফিসসহ ব্রিজগুলোকে আলোক সজ্জায় সজ্জিত থাকবে। তবে ২৫শে মার্চ কলোরাত্রির জন্য আলোক সজ্জা বন্ধ থাকবে।

 

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টও ইঞ্জিনিয়ার মেহ্বুব কবির জানান, টোল প্লাজা তিনটি আরও আধুনিক ডিজিটালাইজ্ড এবং গতিশীল করতে কাজ চলছে। খুব অল্প সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে তিনি সকল মহলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর