ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের কাজলসারে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এবাদুর রহমান (৫০) নামক এক ব্যক্তিকে।
রোববার রাত আনুমানিক ৯টায় ইয়াকুব আলীর ছেলে এবাদের রক্তাক্ত দেহ দক্ষিণ গোটারগ্রামস্থ নিজ বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের দাবি, ঘটনার প্রায় আধাঘণ্টা আগে কে বা কারা মোবাইলে কল দিয়ে ঘর থেকে বের করে নিয়েছিলো তাকে। এর কিছুক্ষণ পরই গলায় দায়ের কোপসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন এবাদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host