ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রæপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লালদিঘীরপাড়স্থ গ্রæপের কার্যালয় গুলিস্তান কমপ্লেক্স (৩য় তলা)’য় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গ্রæপের সভাপতি মো. হিজকিল গুলজার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে রপ্তানি বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। আমরা আশাবাদী অচিরেই এ অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ বিমান কর্তৃক চালুকৃত সিলেট-লন্ডন/ম্যানচেস্টার ফ্লাইটের মাধ্যমে সিলেট থেকে বৃটেনে পণ্য রপ্তানির এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে যা প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে যাত্রী সেবার পাশাপাশি পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইম্পোর্টার্স ও এক্সপোর্টার্স গ্রæপের ইতিপূর্বে অনুষ্ঠিত সভার সিদ্বান্তের প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকসবজি ও গার্মেন্ট’স পণ্য রপ্তানি হচ্ছে। তিনি এ সুযোগ কাজে লাগানোর জন্য সিলেটের রপ্তানিকারকদের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রæপের সভাপতি মো. হিজকিল গুলজার ব্যবসায়ীক কাজে বিদেশে অবস্থান করবেন বিধায় তার অবর্তমানে সহ সভাপতি জনাব হেলাল উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় গ্রæপের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host