ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের চারাদিঘীরপাড় এলাকা থেকে এক শিশুর খন্ডিত দু’টি পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে ডাস্টবিনে পা দুটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পা দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, চারাদিঘীরপাড় এলাকাস্থ হারুন স্টোরের সামনের ডাস্টবিনে শিশুর দুটি পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পা দু’টি উদ্ধার করে। পা দেখে বোঝা যাচ্ছে এটি ৬/৭ বছরের শিশুর হবে। এ বিষয়ে তদন্ত চলছে। সেই সাথে আশপাশের বিভিন্ন বাসা-বাড়ির ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এর আগে ওই এলাকায় একাধিকবার শিশুর লাশও পাওয়া গেছে। পরে দেখা যায় চারাদিঘীরপাড় এলাকার একটি কবরস্থান অরক্ষিত থাকায় কুকুর কবর থেকে লাশ তুলে রাস্তায় ফেলে যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host